ভারতে লৌহ ইস্পাত শিল্পের সমস্যাঃ
ভারতে লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে যেসব সমস্যাগুলি দেখা যায়, সেগুলি হল---
🔷 উন্নত মানের আকরিক লোহার অভাবঃ
ভারতের লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত আকরিক লোহা যথেষ্ট উন্নত মানের নয়। এর থেকে প্রচুর অপদ্রব্য বের হয়। ফলে খাঁটি লোহা অনেক কম পাওয়া যায়।
🔷 কয়লায় ছাই-এর আধিক্যঃ
ভারতে ইস্পাত শিল্পে ব্যবহৃত অধিকাংশ কয়লায় ছাই এর পরিমাণ বেশি, ফলে তাপশক্তির পরিমাণ কম হয়।
🔷 কাঁচামালের নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধতাঃ
লৌহ ইস্পাত শিল্পের প্রধান দুটি কাঁচামাল কয়লা ও আকরিক লোহা- ভারতের নির্দিষ্ট কয়েকটি অঞ্চলেই সীমাবদ্ধ। ফলে যে কোনো প্রান্তে শিল্প গড়ে তোলায় প্রতিবন্ধকতা দেখা যায়।
🔷 পুরোনো যন্ত্রপাতিঃ
ভারতের অধিকাংশ ইস্পাত কারখানাগুলিতে এখনো পুরোনো যন্ত্রপাতির সাহায্যে উৎপাদন হয়ে আসছে। ফলে উৎপাদনের হার যেমন কম, তেমনি উৎপাদন খরচও অধিক হয়।
🔷 অনুন্নত প্রযুক্তিঃ
ভারতের অধিকাংশ ইস্পাত কারখানাগুলিতে এখনও আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটেনি, অনুন্নত প্রযুক্তির সাহায্যে উৎপাদন ব্যবস্থা চালু রয়েছে। ফলে ইস্পাতের গুণগত মানও কম হয়।
🔷 কাঁচামালের মূল্য বৃদ্ধিঃ
প্রতিনিয়ত শ্রমিকের মজুরি বৃদ্ধি সহ একাধিক কারণে কাঁচামালের মূল্য বৃদ্ধি ঘটছে। ফলস্বরূপ, ইস্পাতের দামও ক্রমবর্ধমান।
🔷 বিদ্যুতের সরবরাহে ঘাটতিঃ
ভারতের ইস্পাত কারখানাগুলিতে মাঝে মাঝে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা যায়। ফলে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়।