Ads Area

Web Design Course Admission

সমুদ্রতরঙ্গ ও সমুদ্রস্রোতের মধ‍্যে পার্থক‍্য উল্লেখ কর।

সমুদ্রতরঙ্গ ও সমুদ্রস্রোতের মধ‍্যে পার্থক‍্যঃ


সংজ্ঞাগত পার্থক‍্য
▶সমুদ্রতরঙ্গ
প্রবল বায়ুপ্রবাহ বা ভূকম্পনের প্রভাবে সমুদ্রের জলরাশি যখন একই স্থানে উলম্বভাবে ওঠা-নামা করে, তখন তাকে সমুদ্রতরঙ্গ বলে।
▶সমুদ্রস্রোত
বায়ুর অভিঘাত সহ একাধিক নিয়ন্ত্রকের প্রভাবে সমুদ্রের জলরাশি যখন অনুভূমিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিত প্রবাহিত হয়, তাকে সমুদ্রস্রোত বলে।

উৎপত্তির কারণ
▶সমুদ্রতরঙ্গ
সমুদ্র জলপৃষ্ঠের সঙ্গে বাতাসের ঘর্ষণের ফলে ও ভূকম্পনজনিত কারণে সমুদ্রতরঙ্গের উৎপত্তি ঘটে।
▶সমুদ্রস্রোত
পৃথিবীর আবর্তন গতি, নিয়ত বায়ুপ্রবাহ, সমুদ্রজলের উষ্ণতা ও লবনতার পার্থক্য প্রভৃতি কারণে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়।

উপকূলের সঙ্গে প্রবাহের সম্পর্ক
▶সমুদ্রতরঙ্গ
সমুদ্রতরঙ্গ উপকূলের সঙ্গে আড়াআড়িভাবে প্রবাহিত হয়।
▶সমুদ্রস্রোত
সমুদ্রস্রোত উপকূল থেকে দূরে উপকূলের সমান্তরালে প্রবাহিত হয়।

জলরাশির সঞ্চালন
▶সমুদ্রতরঙ্গ
সমুদ্রতরঙ্গে জলরাশি একই স্থানে অবস্থানের মাধ্যমে উল্লম্বভাবে বৃত্তাকার কক্ষপথে ওঠা-নামা করে।
▶সমুদ্রস্রোত
সমুদ্রস্রোতে জলরাশি একটি সুনির্দিষ্ট পথে অনুভূমিকভাবে নিয়মিত প্রবাহিত হয়।

শ্রেণীবিভাগ
▶সমুদ্রতরঙ্গ
কার্যের প্রকৃতি অনুসারে সমুদ্রতরঙ্গ দুই প্রকারের--- গঠনকারী তরঙ্গ ও বিনাশকারী তরঙ্গ।
▶সমুদ্রস্রোত
উষ্ণতার তারতম্য অনুসারে সমুদ্রস্রোত দু'প্রকারের হয়। উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত

উপকূলের ভূমিরূপের পরিবর্তন
▶সমুদ্রতরঙ্গ
সমুদ্রতরঙ্গ ক্ষয় ও সঞ্চয়কার্যের মাধ্যমে উপকূলের ভূমিরূপের পরিবর্তন ঘটায়।
▶সমুদ্রস্রোত
সমুদ্রস্রোতের দ্বারা উপকূলের ভূমিরূপের কোনো পরিবর্তন ঘটে না।

জলবায়ুর ওপর প্রভাব
▶সমুদ্রতরঙ্গ
সমুদ্রতরঙ্গ উপকূলের জলবায়ুতে বিশেষ কোনো প্রভাব ফেলে না।
▶সমুদ্রস্রোত
সমুদ্রস্রোত উপকূলের জলবায়ুকে প্রভাবিত করে। উষ্ণ স্রোতের প্রভাবে শীতপ্রধান অঞ্চলে উপকূলভাগের উষ্ণতা বাড়ে এবং শীতল স্রোতের প্রভাবে উষ্ণ উপকূলভাগ শীতল হয়।







Top Post Ad

Below Post Ad

Ads Area