গ্রামীণ বসতি ও পৌর বসতির পার্থক্যঃ
জনসংখ্যা ও জনঘনত্ব
👉 গ্রামীণ বসতি
গ্রামীণ বসতিতে কম জন লোক বাস করে এবং এর জনঘনত্ব পৌর বসতি অপেক্ষা কম হয়।
👉 পৌর বসতি
পৌর বসতির জনসংখ্যা অধিক এবং এর জনঘনত্ব গ্রামীণ বসতির থেকে অনেক বেশি হয়।
অর্থনীতির ভিত্তি
👉 গ্রামীণ বসতি
গ্রামীণ বসতির অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষিকাজসহ মৎস্য শিকার, বনজ সম্পদ সংগ্রহ, পশুপালন প্রভৃতি প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ।
👉 পৌর বসতি
পৌর বসতির অর্থনীতির মূল ভিত্তি হল দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যেমন- শিক্ষা, চিকিৎসা, শিল্প, ব্যবসা-বাণিজ্য, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাজকর্ম।
বসতির গঠন
👉 গ্রামীণ বসতি
গ্রামীণ বসতিতে কাঁচা ও পাকা দু'ধরনের বাড়ি দেখা যায়।
👉 পৌর বসতি
পৌরবসতিতে মূলত বহুতল পাকা বাড়ি লক্ষ্য করা যায়।
সাংস্কৃতিক সুযোগ
👉 গ্রামীণ বসতি
গ্রামীণ বসতিতে শিক্ষা-সংস্কৃতি ও বিনোদনের সুযোগ কম।
👉 পৌর বসতি
পৌর বসতিতে শিক্ষা-সংস্কৃতি ও বিনোদনের সুযোগ বেশি।
পরিবহন ব্যবস্থা
👉 গ্রামীণ বসতি
গ্রামীণ বসতির পরিবহন ব্যবস্থায় কাঁচা রাস্তার সংখ্যা বেশি এবং রাস্তার বিস্তার কম।
👉 পৌর বসতি
পৌর বসতির পরিবহন ব্যবস্থায় অধিকাংশ রাস্তাই পাকা এবং রাস্তাঘাটের বিস্তার বেশি।
বসতির বিন্যাস
👉 গ্রামীণ বসতি
গ্রামীণ বসতিতে বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ জনবসতি লক্ষ্য করা যায়।
👉 পৌর বসতি
পৌরবসতিতে কেবলমাত্র গোষ্ঠীবদ্ধ জনবসতি লক্ষ্য করা যায়।
শাসনব্যবস্থা
👉 গ্রামীণ বসতি
গ্রামীণ বসতিতে শাসনতন্ত্র পরিচালিত হয় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে।
👉 পৌর বসতি
পৌর বসতিতে শাসনতন্ত্র পরিচালিত হয় পৌর ব্যবস্থার মাধ্যমে।
পারস্পরিক সৌহার্দ্য
👉 গ্রামীণ বসতি
গ্রামীণ বসতিতে পারস্পরিক সৌহার্দ্য বেশি।
👉 পৌর বসতি
পৌর বসতিতে পারস্পরিক সৌহার্দ্য অপেক্ষায় কম।