Ads Area

Web Design Course Admission

উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক‍্য উল্লেখ কর।

উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক‍্যঃ



উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ‍্যে যে পার্থক‍্য লক্ষ্য করা যায়, সেগুলি হল---

👉 সংজ্ঞাগত পার্থক‍্য
উষ্ণ সীমান্ত
উষ্ণ বায়ুপুঞ্জ যে সীমান্তপৃষ্ঠ বরাবর শীতল বায়ুপুঞ্জকে স্থানচ‍্যুত করে, তাকে উষ্ণ সীমান্ত বলে।
শীতল সীমান্ত
শীতল বায়ুপুঞ্জ যে সীমান্তপৃষ্ঠ বরাবর উষ্ণ বায়ুপুঞ্জকে স্থানচ‍্যুত করে, তাকে শীতল সীমান্ত বলে।

👉 সীমান্তপৃষ্ঠের প্রকৃতি
উষ্ণ সীমান্ত
সীমান্তপৃষ্ঠ তির্যক প্রকৃতির ও মৃদু ঢালবিশিষ্ট।
শীতল সীমান্ত
সীমান্তপৃষ্ঠ উত্তল প্রকৃতির এবং অপেক্ষাকৃত খাড়া ঢালবিশিষ্ট।

👉 বায়ুর গতিপ্রকৃতি
উষ্ণ সীমান্ত
উষ্ণ সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুকে ধীরগতিতে স্থানচ্যুত করে।
শীতল সীমান্ত
শীতল সীমান্ত বরাবর শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুকে অতি দ্রুতগতিতে স্থানচ‍্যুত করে।

👉 বায়ুচাপের পরিবর্তন
উষ্ণ সীমান্ত
উষ্ণ সীমান্ত বরাবর শীতল বায়ুপুঞ্জের উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায়, বায়ুর চাপ হ্রাস পায়।
শীতল সীমান্ত
শীতল সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জের উষ্ণতা ধীরে ধীরে কমে যাওয়ায়, বায়ুর চাপ বৃদ্ধি পায়।

👉 মেঘের সঞ্চার
উষ্ণ সীমান্ত
উষ্ণ সীমান্তের সূচনাপর্বে আকাশে সিরাস মেঘ এবং পরবর্তী পর্যায়ে অল্টো স্ট্র‍্যাটাস ও নিম্বো স্ট্র‍্যাটাস মেঘের সঞ্চার হয়।
শীতল সীমান্ত
শীতল সীমান্তের সূচনাপর্ব থেকেই আকাশে কিউমুলোনিম্বাস মেঘের সঞ্চার হয়।

👉 আবহাওয়ার প্রকৃতি
উষ্ণ সীমান্ত
উষ্ণ সীমান্ত বরাবর বজ্র-বিদ্যুৎ সহ ঝড়ঝঞ্ঝা ও ভারী বর্ষণ অপেক্ষাকৃত কম হয়।
শীতল সীমান্ত
শীতল সীমান্ত বরাবর বজ্র-বিদ্যুৎ সহ ঝড়ঝঞ্ঝা ও ভারী বর্ষণের পরিমাণ বেশি হয়।




Top Post Ad

Below Post Ad

Ads Area