সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির পার্থক্য
🔷 সংজ্ঞাঃ
সম্মুখ তটভূমি: সমুদ্র জলতলের নিম্নসীমা থেকে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত তটভূমিকে সম্মুখ তটভূমি বলে।
পশ্চাৎ তটভূমি: সমুদ্রজলের উর্ধ্বসীমা থেকে ভৃগুর পাদদেশ পর্যন্ত বিস্তৃত তটভূমি অংশকে পশ্চাৎ তটভূমি বলে।
🔷 বিস্তৃতিঃ
সম্মুখ তটভূমি: ভাটার সময় চিহ্নিত জলতলের নিম্নসীমা থেকে জোয়ারের সময় চিহ্নিত জলতলের উর্ধ্বসীমা পর্যন্ত এই তটভূমি বিস্তৃত।
পশ্চাৎ তটভূমি: জোয়ারের জলের ঊর্ধ্বসীমা থেকে উপকূলের উঁচু পাড় পর্যন্ত এই তটভূমি বিস্তৃত।
🔷 অভিমুখগত অবস্থানঃ
সম্মুখ তটভূমি: এটি তটভূমির সমুদ্রের দিকের অংশ।
পশ্চাৎ তটভূমি: এটি তটভূমির স্থলভাগের দিকের অংশ।
🔷 আপেক্ষিক অবস্থানঃ
সম্মুখ তটভূমি: পশ্চাৎ তটভূমি ও পুরোদেশীয় তটভূমির মধ্যবর্তী স্থানে এই তটভূমি অবস্থিত।
পশ্চাৎ তটভূমি: সম্মুখ তটভূমি ও উপকূলভাগের মধ্যবর্তী স্থানে এই তটভূমি অবস্থিত।
🔷 উন্মুক্ততাঃ
সম্মুখ তটভূমি: এই তটভূমি জোয়ারের সময় জলমগ্ন থাকে, শুধুমাত্র ভাটার সময় এই তটভূমি উন্মুক্ত হয়।
পশ্চাৎ তটভূমি: এই তটভূমি প্রায় সব সময়ই উন্মুক্ত থাকে।
🔷 প্লাবন প্রভাবঃ
সম্মুখ তটভূমি: সম্মুখ তটভূমির প্রায় সমগ্র অংশই অধিকাংশ সময় প্লাবিত হয়।
পশ্চাৎ তটভূমি: পশ্চাৎ তটভূমি শুধুমাত্র ঝটিকা তরঙ্গের সময় প্লাবিত হয়।