Ads Area

Web Design Course Admission

ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র‍্য সর্বাধিক হওয়ার কারণ।

পৃথিবীর অন্যান্য জলবায়ু অঞ্চল অপেক্ষা ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র‍্য সবচেয়ে বেশি।
ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র‍্য সর্বাধিক হওয়ার কারণ গুলি হল নিম্নরূপ---


স্থিতিশীল পরিবেশ:
পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় ক্রান্তীয় অঞ্চলের জলবায়ু অপেক্ষাকৃত স্থিতিশীল অর্থাৎ জলবায়ুর তেমন বিশেষ পরিবর্তন ঘটেনি। ফলে বিভিন্ন জীব প্রজাতিগুলি এই স্থিতিশীল পরিবেশে দীর্ঘকাল ধরে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সমর্থ হয়েছে।

উৎপাদনশীলতা:
সারাবছর পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায় বলে উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া এখানে খুব ভালো হয় এবং অঙ্কুরোদগমও সহজ হয়। এছাড়া, অধিক উৎপাদনশীলতার কারণে এই অঞ্চলে বহুপ্রকার প্রাণী প্রজাতির সমাবেশ ঘটে।

উষ্ণ আর্দ্র জলবায়ু:
এই অঞ্চলের জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতির, যা প্রাণী ও উদ্ভিদ জন্মানোর জন্য বিশেষ অনুকূল। এই উষ্ণ-আর্দ্র জলবায়ুর কারণে এখানে অধিক প্রাণী ও উদ্ভিদ প্রজাতির সমাবেশ দেখা যায়।

উচ্চ প্রজনন হার:
এখানে বহু প্রকার জীব প্রজাতি একত্রে বসবাস করে এবং এক একটি জীবপ্রজাতিতে জীবের সংখ্যাও অনেক বেশি। ফলে সেই সমস্ত জীব প্রজাতির মধ্যে মিলনের মাত্রাও বেশি। একারণে নতুন জীবপ্রজাতির সৃষ্টি হয় এবং জীববৈচিত্র‍্যও অধিক হয়।

দীর্ঘকালীন বিবর্তন:
এখানে বসবাসকারী জীব প্রজাতিগুলি অতি প্রাচীন হওয়ায় দীর্ঘ সময় ধরে বিবর্তনের সুযোগ পায়। ফলে নতুন প্রজাতির উদ্ভব ঘটে।




Top Post Ad

Below Post Ad

Ads Area