জনঘনত্ব
কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও ওই দেশ বা অঞ্চলের মোট জমির পরিমাণের অনুপাতকে জনঘনত্ব বলে।
জনঘনত্বকে জন/বর্গ এককে প্রকাশ করা হয়।
জনঘনত্ব = মোট জনসংখ্যা/জমির মোট আয়তন
জনঘনত্বের বৈশিষ্ট্য:
জনঘনত্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলি হল নিম্নরূপ---
১. জনঘনত্ব হল মানুষ ও জমির পরিমাণগত সম্পর্ক।
২. জনঘনত্ব বা জনসংখ্যার ঘনত্ব থেকে কোনো দেশ বা অঞ্চলের জনবন্টনের প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
৩. জনঘনত্ব নির্ণয়ে কেবলমাত্র মোট জমির পরিমাণকে বিবেচনা করা হয়।
৪. জনঘনত্বের মান কোনো দেশের সাপেক্ষে মানুষ-জমি অনুপাতের থেকে সবসময় কম হবে।